আগামী ৪ঠা অক্টবর থেকে ১০ই অক্টবর প্রর্যন্ত রেজিষ্টেশন চলবে
বাংলাদেশী নাগরিকের ক্ষেত্রে বিশ্বের যে কোন দেশে যাওয়ার জন্য অবশ্যই এই রেজিষ্ট্রশন করতে হবে।
রেজিষ্ট্রেশন করতে নাগরিককে সঙ্গে নিয়ে আসতে হবে:
১) মেশিনরিডেবল পাসপোর্ট (এমআরপি), যদি না থাকে তবে
২) জাতীয়তা পরিচয়পত্র, তা না থাকলে
৩) জন্মনিবন্ধন সনদপত্র
৪) শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে)এক সেট ফটোকপিসহ
৫) জন্মনিবন্ধন সনদপত্রে যে নাম-ঠিকানা ব্যবহৃত হয়েছে, পরবর্তিতে হুবহু সেই নাম-ঠিকানা ব্যবহার করে এমআরপি পাসপোর্ট তৈরী করতে হবে
৬) নমিনির নাম-ঠিকানা ও মোবাইল নম্বর
৭) ঘনিষ্ঠ ও বিশ্বস্হ এমন তিন জন ব্যক্তির নাম-ঠিকানা ও মোবাইল নাম্বার
৮) দেশে / বিদেশে কাজের অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে)
প্রার্থীদের যোগ্যতা নিম্নরুপ:
রেজিষ্ট্রেশন ফি: উদ্যোক্তাগণ নিবন্ধন ফি বাবদ ২৫০/- টাকা গ্রহণ করবেন; মধ্যে ১৫০/- টাকা বিএমইটি’র ফি এবং ১০০/- টাকা উদ্যোক্তার ফি। রেজিস্ট্রেশন শেষে বিএমইটি’র মোট টাকা একত্রে উদ্যোক্তা সরাসরি বিএমইটি’র একাউন্টে Bank Account Name: Wage Earner’s Welfare Fund, Account Number: 36000969, Sonali Bank, Ramna Corporate Branch, Dhaka) জমা দিয়ে স্লিপটি ইউআইএসসি ও পিআইএসসি’র উদ্যোক্তারা জেলা প্রশাসন বা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এবং সিআইএসসি’র উদ্যোক্তারা প্রধান নির্বাহী কর্মকর্তা/ফোকাল পয়েন্টের কাছে জমা দিবেন, অথবা, যতগুলো আবেদন উদ্যোক্তা গ্রহণ করবেন, প্রতি নাগরিকের বিপরীতে উদ্যোক্তা ১৫০/- টাকা জেলা প্রশাসন/ উপজেলা প্রশাসন/ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে জমা দিবেন যাতে করে তারা বিএমইটি’র একাউন্টে জমা দিতে পারেন।
বিস্তারিত জানতেঃ
মোঃ রুবেল মল্লিক, উদ্যোক্তা,
৭নং পেড়িখালী ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র, 01936-824342, 01811-824342
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS