১। পরিষদের প্রধান কার্যাবলি হবে নিম্নরুপ, যথা-
(ক) | প্রশাসন ও সংস্থাপন বিষয়াদি; |
(খ) | জনশৃংখলা রক্ষা |
(গ) | জন কল্যানমূলক কার্য সম্পর্কিত সেবা; |
(ঘ) | স্থানীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সম্পর্কিত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন। |
২। উপ-ধারা (১) এ উল্লেখিত প্রধান কার্যাবলীর উপর ভিত্তি করে পরিষদের কার্যাবলী দ্বিতীয় তফসীলে বর্ণিত হল।
দ্বিতীয় তফসীল বর্নিত ইউনিয়ন পরিষদের কার্যাবলি –
০১ | পাঁচশালা ও বিভিন্ন মেয়াদী উন্নয়ন পরিকল্পনা তৈরী। |
০২ | পল্লী অবকাঠামো উন্নয়ন, সংরক্ষণ ও রক্ষনাবেক্ষণ। |
০৩ | শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা কার্যক্রম সম্পর্কিত। |
০৪ | স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা সম্পর্কিত কার্যক্রম বাস্তবায়ন। |
০৫ | কৃষি, মৎস্য ও পশু সম্পদ ও অন্যান্য অর্থনৈতিক উন্নয়নে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ। |
০৬ | মহামারী নিয়ন্ত্রন ও দুর্যোগ ব্যবস্থাপনায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ। |
০৭ | কর, ফি, টোল, ফিস ইত্যাদি ধার্যকরণ ও আদায়। |
০৮ | পারিবারিক বিরোধ নিরসন, নারী ও শিশু কল্যাণ সম্পর্কিত প্রয়োজনীয় কার্যক্রম সম্পাদন। |
০৯ | খেলাধুলা, সামাজিক উন্নতি, সংস্কৃতি ইত্যাদি কার্যক্রমে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন ও সহযোগিতা প্রদান। |
১০ | পরিবেশ উন্নয়ন ও সংরক্ষনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। |
১১ | আইন শৃংখলা রক্ষায় সরকারের অর্পিত দায়িত্ব পালন ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ। |
১২ | জন্ম-মৃত্যু নিবন্ধীকরণ। |
১৩ | সরকারি স্থান, উন্মুক্ত জায়গা, উদ্যান ও খেলার মাঠের হেফাজত করা। |
১৪ | ইউনিয়ন পরিষদের রাস্তায় ও সরকারী স্থানে বাতি জ্বালানো। |
১৫ | বৃক্ষরোপণ ও সংরক্ষণ, বৃক্ষসম্পদ চুরি ও ধ্বংস প্রতিরোধ। |
১৬ | কবরস্থান, শ্মশান, জনসাধারণের সভার স্থান ও অন্যান্য সরকারী সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও পরিচালনা। |
১৭ | জনপথ, রাজপথ ও সরকারি স্থানে অনধিকার প্রবেশ রোধ এবং এইসব স্থানে উৎপাত ও তাহার কারন বন্ধ করা। |
১৮ | জনপথ ও রাজপথের ক্ষতি, বিনষ্ট বা ধ্বংস প্রতিরোধ করা। |
১৯ | গোবর ও রাস্তার আবজর্না সংগ্রহ, অপসারণ ও ব্যাবস্থাপনা নিশ্চিত করা। |
২০ | অপরাধমূলক ও বিপজ্জনক ব্যবসা নিয়ন্ত্রণ। |
২১ | মৃত পশুর দেহ অপসারণ ও নিয়ন্ত্রন এবং পশু জবাই নিয়ন্ত্রণ। |
২২ | ইউনিয়নে নতুন বাড়ী, দালান নির্মান ও পুনঃনির্মান এবং বিপজ্জনক দালান নিয়ন্ত্রন। |
২৩ | কূয়া, পানি তোলার কল, জলাধার, পুকুর এবং পানি সরবরাহের অন্যান্য উৎসের ব্যবস্থাপনা ও সংরক্ষণ। |
২৪ | খাবার পানির উৎসের দূষণ রোধ এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর সন্দেহযুক্ত কূপ, পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানের পানি ব্যবহার নিষিদ্ধ করা। |
২৫ | খাবার পানির জন্য সংরক্ষিত কূপ, পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানে বা নিকটবর্তী স্থানে গোসল, কাপড় কাচাঁ বা পশু গোসল করানো নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করা। |
২৬ | পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানে বা নিকটবর্তী ন্থানে শন, পাট বা অন্যান্য ভিজানো নিষিদ্ধ নিয়ন্ত্রণ করা। |
২৭ | আবাসিক এলাকার মধ্যে চামড়া রং করা বা পাকা করা নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করা। |
২৮ | আবাসিক এলাকার মাটি খনন করিয়া পাথর বা অন্যান্য বস্তু উত্তোলন নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করা। |
২৯ | আবাসিক এলাকায় ইট, মাটির পাত্র বা অন্যান্য ভাটি নির্মান নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করা। |
৩০ | অগ্নি, বন্যা, শিলাবৃষ্টিসহ ঝড়, ভূমিকম্প বা অন্যান্য প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় তৎপরতা গ্রহন ও সরকারকে সার্বক্ষনিক সহায়তা প্রদান। |
৩১ | বিধবা, এতিম, গরিব ও দুঃস্থ ব্যাক্তিদের তালিকা সংরক্ষন ও সাহায্য করা। |
৩২ | সমবায় আন্দোলন ও গ্রামীণ শিল্পের উন্নয়ন উৎসাহ প্রদান। |
৩৩ | বাড়তি খাদ্য উৎপাদনের ব্যবস্থা গ্রহন। |
৩৪ | গবাদি পশুর খোয়ার নিয়ন্ত্রন ও রক্ষনাবেক্ষণের ব্যবস্থা করা। |
৩৫ | প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থা করা। |
৩৬ | ইউনিয়নের বাসিন্দাদের নিরাপত্তা, আরাম-আয়েশ বা সুযোগ সুবিধার জন্য প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা গ্রহন। |
৩৭ | ই-গভর্ণেন্স চালু উৎসাহিতকরণ। |
৩৮ | ইউনিয়ন পরিষদের মত সদৃশ কাজে নিয়োজিত অন্যান্য সংস্থার সাথে সহযোগিতা সম্প্রসারণ। |
৩৯ | সরকার কর্তৃক সময়ে সময়ে আরোপিত দায়িত্বাবলী। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস